আগেই চলে আসছে আফগানিস্তান, ক্যাম্প করবে সিলেটে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪২

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট শেষ হতেই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। সেই দুই সিরিজের জন্য আগামী ১৯-২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা ছিল আফগানিস্তান ক্রিকেট দলের। তবে এখন নতুন খবর হলো, প্রায় সপ্তাহখানেক আগে আগামী ১২ ফেব্রুয়ারিই বাংলাদেশে চলে আসবেন রশিদ খান, গুলবদিন নাইব, হযরতউল্লাহ জাজাইরা। সিরিজ শুরুর আগে তারা অবস্থান করবে সিলেটে।


সেখানেই চলবে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার কন্ডিশনিং ক্যাম্প। পরে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর রয়েছে দুই টি-টোয়েন্টি। প্রথমে শোনা যাচ্ছিল, ওয়ানডে সিরিজ চট্টগ্রামে এবং টি-টোয়েন্টি হবে ঢাকায়। তবে এখন শেষ খবর হলো, দুই সিরিজের পাঁচ ম্যাচই হবে চট্টগ্রামে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও