এলপিজির নতুন দাম নির্ধারণ আজ
পূর্ব পশ্চিম
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:০০
চলতি মাসে এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) মূল্য বাড়বে না কমবে, তা বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) জানা যাবে। আগামী এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ। বাংলাদেশ এনার্জি অ্যান্ড রেগুলেটরি কমিশন (বিইআরসি) সূত্রে এই তথ্য জানা গেছে।
সম্পর্কিত খবর দেশের বাজারে কমলো এলপিজির দামএলপিজি সিলিন্ডার ও অটোগ্যাসের দাম বাড়লোএলপিজি: সিলিন্ডারের দাম বাড়লো এ বিষয়ে বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠান অ্যারামকোর ঘোষিত নতুন বছরের জানুয়ারির জন্য সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিইআরসির নির্দেশনায় এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে। দেশে বছরের শুরুতেই এলপিজি গ্যাসের দাম ৫০ টাকা কমিয়ে ১ হাজার ২২৮ টাকা থেকে ১ হাজার ১৭৮ টাকা করা হয়।