 
                    
                    ধেয়ে আসছে চাঁদ
                        
                            প্রথম আলো
                        
                        
                        
                         প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৪
                        
                    
                পৃথিবীর বিপর্যয় নিয়ে ছবির কথা বললে রোনাল্ড এমরিখের নাম আসে প্রথম দিকে। তাঁর ছবিগুলোর দিকে একটু তাকানো যাক। ‘ইনডিপেনডেন্স ডে’, ‘দ্য ডে আফটার টুমরো’ ও ‘২০১২’—একের পর এক সায়েন্স ফিকশন আর পৃথিবীর বিপর্যয় নিয়ে ছবি তৈরিতে নিজেকে ওস্তাদের পর্যায়ে নিয়ে গেছেন এই নির্মাতা। এবার নিয়ে এসেছেন ‘মুনফল’।
চাঁদ তার কক্ষপথ থেকে সরে এসেছে। ধেয়ে আসছে পৃথিবীর দিকে।
এই বিপর্যয় থেকে উদ্ধারের পথ কী? একজন সাবেক মহাকাশচারী, একজন নাসা বিজ্ঞানী ও একজন ষড়যন্ত্র তাত্ত্বিক পৃথিবীকে এই বিপর্যয় থেকে বাঁচাতে মিশনে নামেন। ট্রেলার দেখে ছবির গল্প এইটুকু ধরা যায়।
- ট্যাগ:
- বিনোদন
- হলিউড সিনেমা
- নতুন সিনেমা
 
                    
                 
                    
                