![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/02/03/99e8f4930ec392d23f93c6e1741443f5-61fb490385f25.jpg)
সহকর্মীর সঙ্গে সম্পর্ক গোপন, সিএনএন প্রধানের পদত্যাগ
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩১
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রেসিডেন্ট জেফ জুকার। সম্পর্ক গোপন করায় মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রেসিডেন্ট জেফ জুকার পদত্যাগ করেছেন। স্থানীয় সময় বুধবার কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় কর্মীদের তিনি নিজেই এমনটি বলেন ।
জেফ জুকার বলেন, আমার ইচ্ছা ছিল, এখানে আমার দায়িত্বের মেয়াদ ভিন্নভাবে শেষ হবে। এখানে অবাক করার মতো একটি যাত্রা ছিল আমার। প্রতিটি মুহূর্তকে আমি ভালোবেসেছি।
৫৬ বছর বয়সী জেফ জুকার জানিয়েছেন, তাঁর পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। ২০১৩ সালে তিনি সিএনএনের দায়িত্ব গ্রহণ করেন। এরপর মার্কিন মিডিয়া নির্বাহীদের মধ্যে অন্যতম প্রভাবশালী হয়ে ওঠেন তিনি। গেল ৯ বছরে তার দায়িত্বের জন্য সিএনএন কর্তৃপক্ষ তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।