![](https://media.priyo.com/img/500x/https://images.thedailystar.net/bangla/sites/default/files/styles/big_202/public/images/2022/02/03/mohsin.jpg?itok=fGQr2bss×tamp=1643831366)
মৃত্যুর আগে ‘সুইসাইড নোট’ লিখে যান মহসিন খান
ডেইলি স্টার
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৫
ফেসবুক লাইভে এসে মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করা আবু মহসিন খানের মরদেহের পাশে একটি 'সুইসাইড নোট', পিস্তলের লাইসেন্স ও কাফনের কাপড় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। সেখানে তিনি লিখেছেন 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।'
বুধবার রাত ৯টার দিকে ফেসবুকে লাইভে এসে আত্মহত্যা করেন ৫৮ বছর বয়সী আবু মহসিন খান।
তিনি পেশায় ব্যবসায়ী ও চিত্রনায়ক রিয়াজের শ্বশুর। তার আত্মহত্যার ভিডিও খুব দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আত্মহত্যা
- ফেসবুক লাইভ
- সুইসাইড নোট