![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-02%252Ff34e5ff5-1281-4dd3-a028-196f1b3c0331%252Fgmail__google.png%3Frect%3D0%252C0%252C920%252C518%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D700%26dpr%3D1.1)
জিমেইলে নতুন সুবিধা
প্রথম আলো
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৪
বার্তা বিনিময়ের পাশাপাশি জিমেইল থেকেই ব্যবহার করা যাবে গুগল চ্যাট, গুগল স্পেসেস ও গুগল মিট। ফলে ই–মেইল পড়ার সময় নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে বার্তা বিনিময়ের পাশাপাশি প্রয়োজনে অডিও–ভিডিও কল করা যাবে।
এ জন্য বাড়তি কোনো ঝামেলাও করতে হবে না। জিমেইলে থাকা নির্দিষ্ট আইকনে ক্লিক করলেই হবে।