ভারতে সাংবাদিক নির্যাতন বাড়ছে
প্রথম আলো
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২২, ২০:১২
ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর নানামুখী চাপ ক্রমশ বাড়ছে। বাড়ছে নির্যাতন, হামলা ও মামলার ঘটনা। ২০২১ সালে দেশটিতে ১২১ জন সাংবাদিক ও সংবাদমাধ্যম আক্রান্ত হয়েছে। হত্যা করা হয়েছে অন্তত ৬ সাংবাদিককে। ভারতীয় জাতীয় নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতি মূল্যায়নকারী সংস্থা রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালিসিস গ্রুপ (আরআরএজি) এ তথ্য জানিয়েছে।
আরআরএজি বুধবার প্রকাশ করেছে তাদের বার্ষিক প্রতিবেদন ‘ইন্ডিয়া প্রেস ফ্রিডম রিপোর্ট ২০২১’। এই প্রতিবেদনে ভারতজুড়ে সাংবাদিক ও সংবাদমাধ্যমের ওপর নানামুখী আক্রমণের চিত্র উঠে এসেছে। এতে বলা হয়েছে, গত বছর ভারতে ১০৮ জন সাংবাদিক ও ১৩টি সংবাদমাধ্যম আক্রমণের শিকার হয়েছে।