কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আবারও মসুর ডালের দাম বাড়িয়েছে টিসিবি

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৮

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আবারও মসুর ডালের দাম বাড়িয়েছে। এবার কেজিতে ৫ টাকা বাড়িয়ে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) থেকে ভোক্তা পর্যায়ে বিক্রি করবে ৬৫ টাকা কেজি দরে। একই সঙ্গে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) থেকে টিসিবি আবারও ট্রাক সেল কার্যক্রম শুরু করবে। বুধবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।


উল্লেখ্য, নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছে সরকারি সংস্থা টিসিবি। তবে গত ২৭ জানুয়ারি থেকে টিসিবির ট্রাক সেল কার্যক্রম বন্ধ রয়েছে, যা ছয়দিন পর আবার শুরু হচ্ছে। দেশের সব মহানগর, জেলা ও উপজেলার ডিলার পয়েন্টে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে করে পেঁয়াজ, মসুর ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রি করবে, যা আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও