![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2022/02/02/og/171800thumbnail_Thakurgaon__(PIC-4)_Gang_Rape__02_02_22_.jpg)
রক্তাক্ত মেয়েকে উদ্ধার করে থানায় নিলেন অসহায় বাবা
ঠাকুরগাঁওয়ে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। সোমবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে ঠাকুরগাঁও সদর উপজেলায় এ ঘটনা ঘটে। পরদিন সন্ধ্যায় ওই স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ষণে অভিযুক্তরা হলেন- সদর উপজেলা আকচা ইউনিয়ন এলাকার সুজন, আশরাফুল, বিপ্লব ও আরিফ।
এ ঘটনায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে বলে জানান স্কুলছাত্রীর বাবা। স্কুলছাত্রীল বাবা কালের কণ্ঠের কাছে দাবি করেন, রাতে রক্তাক্ত অবস্থায় মেয়েকে বাড়ির আঙিনায় পায় তারা। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক কাছে নেওয়া হয় এবং স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি জানান। পরদিন ইউপি সদস্যের সঙ্গে মেয়েকে নিয়ে রুহিয়া থানায় অভিযোগ দিতে গেলে তাদের সারাদিন বসিয়ে রাখেন থানা পুলিশ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মামলা
- ছাত্রী ধর্ষণ
- সংঘবদ্ধ ধর্ষণ