কোপা ট্রফি নিয়ে এখনও উদযাপন করছে আর্জেন্টিনা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১১
দিনটা আর্জেন্টিনার মানুষ, দেশটির ফুটবল কিংবা সমর্থকদের জন্য বিশেষ। ২৮ বছরের অপেক্ষা তাদের শেষ হয়েছে এতদিন। মাঝে অনেকগুলো টুর্নামেন্ট এসেছে, ফাইনালও খেলা হয়েছে বেশ কয়েকটি। কিন্তু শিরোপাটা উঁচিয়ে ধরতে পারেনি তারা।
অবশেষে গত বছর তাদের এই আক্ষেপ শেষ হয়েছে। উচ্ছ্বাসটাও তাই স্পষ্ট। কোপা আমেরিকার শিরোপা জয়ের ছয় মাস পেরিয়ে গেলেও এখনও উদযাপন থামেনি আলবিসেলেস্তেদের। বুধবার ভোরে তারা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হারিয়েছে কলম্বিয়াকে।
লাওতারো মার্টিনেজের একমাত্র গোলে হারিয়েছে কলম্বিয়াকে। এই ম্যাচের পরও কোপা আমেরিকার ট্রফি নিয়ে উদযাপন করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের। ঘরের মাঠের দর্শকদের সামনে উঁচিয়ে ধরেছেন কোপার শিরোপা।
- ট্যাগ:
- খেলা
- বিজয়ী
- ট্রফি
- কোপা আমেরিকা
- শিরোপার প্রত্যাশা