![](https://media.priyo.com/img/500x/https://www.tbsnews.net/bangla/sites/default/files/styles/infograph/public/images/2022/02/02/printing-industrial-park-moves-to-a-larger-land.jpg?itok=Ye8-q0c6×tamp=1643792620)
নতুনভাবে বড় পরিসরে তৈরি হচ্ছে দেশের প্রথম মুদ্রণ শিল্প পার্ক
www.tbsnews.net
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫৭
সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে মোট ব্যয় ১৩৮.৭০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৭৫.৫০ কোটি টাকার করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রাথমিক হিসেবে প্লটের সংখ্যা ২৯৯ টির বেশ হবে বলে ধারণা করা হচ্ছে।
মুদ্রণ ব্যবসা শুরু করার সময়টি ছিল খারাপ, বলেন নুরুল ইসলাম।
মাসিক ৫০ হাজার টাকা এবং ৩০ লাখ টাকা অগ্রিম দিয়ে ২০২০ সালের শুরুর দিকে ঢাকার ফকিরাপুলে একটি মুদ্রণের দোকান ভাড়া নেন তিনি। এরপর মহামারি শুরু হলে মুদ্রণ ব্যবসা আরও অবনতির দিকে যেতে থাকে।
তার ১২০০ বর্গফুটের প্রিন্টিং দোকান 'মাটি ও মানুষ' বর্তমানে কোনোমতে চলার জন্য সংগ্রাম করে যাচ্ছে। তবে নুরুল ইসলাম বিশ্বাস করেন, দোকানটি যে জায়গায় বসানো হয়েছে সে জায়গার জন্য টাকা দেওয়ার দরকার না পড়লে এই লড়াই তিনি যথাযথভাবে চালাতে পারতেন।