২ জন করোনায় আক্রান্ত, দেশজুড়ে লকডাউন
প্রথম আলো
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৭
টোঙ্গার রাজধানী নুকুয়ালোফায় নতুন করে দুজনের করোনা শনাক্ত হওয়ায় লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। আজ বুধবার সন্ধ্যা থেকে দেশজুড়ে এ লকডাউন কার্যকর হবে। বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
টোঙ্গার প্রধানমন্ত্রী সিয়াওসি সোভালেনি জানান, সাম্প্রতিক অগ্ন্যুৎপাত ও সুনামির পর থেকে বিদেশি ত্রাণ আসছে—এমন একটি বন্দরে আক্রান্ত ওই দুই ব্যক্তি শনাক্ত হয়েছেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া এক ভাষণে সোভালেনি বলেন, আজ সন্ধ্যা ছয়টা থেকে লকডাউনে যাবে টোঙ্গা। পাশাপাশি প্রতি ৪৮ ঘণ্টা পরপর পরিস্থিতি পর্যালোচনা করা হবে।