You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্রের তিন রাজ্যের আকাশজুড়ে রেকর্ড ৫০০ মাইল দীর্ঘ বিদ্যুৎঝলক

যুক্তরাষ্ট্রের তিন রাজ্যের আকাশ আলোকিত করা প্রায় ৫০০ মাইলের একটি বিদ্যুৎঝলক দীর্ঘতম ঝলকানির নতুন বিশ্বরেকর্ড করেছে বলে নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা।

২০২০ সালে হওয়া ওই ঝলক ছিল ৪৭৭ দশমিক ২ মাইল (৭৬৮ কিলোমিটার) লম্বা; একসঙ্গে দেখা গেছে মিসিসিপি, লুইজিয়ানা ও টেক্সাসের বিস্তৃর্ণ এলাকার আকাশে।

দীর্ঘতম ঝলকানির আগের রেকর্ডটি ছিল ব্রাজিলের দখলে; ২০১৮ সালে দেশটিতে ৪৪০ দশমিক ৬ মাইল দীর্ঘ (৭০৯ কিলোমিটার) বিদ্যুৎঝলক রেকর্ড হয় বলে জানিয়েছে বিবিসি।

বিদ্যুৎঝলক সাধারণত ১০ মাইলের বেশি দীর্ঘ হয় না, স্থায়ীত্ব থাকে সেকেন্ডেরও কম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন