পরমাণু ও প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে কর ছাড় দিচ্ছে ইইউ
ডয়েচ ভেল (জার্মানী)
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০৬
ইউরোপীয় ইউনিয়নে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জার্মানির গুরুত্ব কতটা কমে গেছে, বুধবারের একটি ঘোষণা তা স্পষ্ট করে দিচ্ছে৷ জার্মানির তীব্র বিরোধিতা সত্ত্বেও ইইউ প্রাকৃতিক গ্যাস ও পরমাণু জ্বালানিকে পরিবেশবান্ধব বিনিয়োগ হিসেবে স্বীকৃতি দিচ্ছে৷ তবে এ ক্ষেত্রে কিছু শর্তও বেঁধে দেওয়া হচ্ছে৷ ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে আনার লক্ষ্যমাত্রা পূরণ করতে ইউরোপীয় রাষ্ট্রজোট বেসরকারি বিনিয়োগ আকর্ষণের উদ্দেশ্যে এমন পদক্ষেপ নিচ্ছে৷ ফলে প্রাকৃতিক গ্যাস ও পরমাণু জ্বালানি ক্ষেত্রে বিনিয়োগ করলে কোম্পানিগুলিকে কম কর দিতে হবে৷ তবে ইউরোপীয় পার্লামেন্ট বা ইইউ সরকার পরিষদ আগামী চার থেকে ছয় মাসের মধ্যে এই পদক্ষেপ বন্ধ করার ক্ষমতা রাখে৷