শত্রুর সঙ্গে কেন এই মৈত্রী?
সম্প্রতি রেজা কিবরিয়ার কিছু বক্তব্য ও কার্যক্রম নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। এর আগে ধানের শীষ নিয়ে নির্বাচন করায় ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন তিনি। যে দলকে পিতার হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছিলেন, এখন সেই বিএনপির প্রতি তিনি সহানুভূতিশীল বলে অভিমত প্রকাশ করেছেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদসূত্র ও বক্তব্যে প্রতীয়মান হচ্ছে যে, তিনি সরকার বিরোধিতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের স্যাংশন আরোপ, জনশক্তি রপ্তানিতে বাধা সৃষ্টি ও জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধ করা সহ জনগণের স্বার্থবিরোধী নানামুখী অপতৎপরায় লিপ্ত।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে - কিবরিয়া হত্যাকাণ্ডের সর্বশেষ সম্পূরক চার্জশিটকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন! ক্ষমতা লাভের মোহে অন্ধ হয়ে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য একজন মানুষ কতটা বিবেকহীন ও আদর্শচ্যুত হতে পারে- তার অন্যতম উদাহরণ রেজা কিবরিয়া।