যেকোনো ঋতুতে, যেকোনো বয়সে অ্যাকনি, পিম্পল তথা ব্রণ হতে পারে।যেসব কারণে ব্রণ হয়বংশগত, হরমোনের ভারসাম্যহীনতা, গর্ভধারণ, বয়ঃসন্ধি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম—এসব কারণে সাধারণত ব্রণ হয়ে থাকে। স্টেরয়েড, অ্যান্টি-ডিপ্রেসেন্ট ড্রাগ ওষুধ সেবনের কারণেও ব্রণ হতে পারে। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অনিদ্রা, দুশ্চিন্তা, সূর্যের ক্ষতিকর রশ্মির সংস্পর্শ, গ্রিজি মেকআপ ব্যবহার, যানবাহনের দূষণ, গরম আবহাওয়া, আর্দ্রতা—এই সবকিছু ব্রণ হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়। আর ছেলেদের ব্রণের অন্যতম কারণ ধূমপান।
You have reached your daily news limit
Please log in to continue
ব্রণে সচেতনতা জরুরি
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন