সংবাদপত্রের প্রাসঙ্গিকতা

যুগান্তর অমিত রায় চৌধুরী প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৯

স্থান-কাল-পাত্র নিয়ত বদলে চলে। চারপাশ-প্রতিবেশও পালটে যায়। সময় এগিয়ে যায়। সভ্যতারও বয়স বাড়ে। রাষ্ট্র কিংবা সমাজের সঙ্গে ব্যক্তির সম্পর্কেও ধারণাগত রূপান্তর অব্যাহত থাকে। আর সমাজের যেসব প্রকরণ সভ্যতার কাঠামোকে মজবুত ও যুক্তিশীল করেছে-তার মধ্যে সংবাদমাধ্যম অন্যতম। সভ্যতার এক মৌলিক অবদান সংবাদপত্র। নাগরিক সমাজের মতপ্রকাশ কিংবা স্রেফ যোগাযোগের এ সেতুবন্ধটি আধুনিক রাষ্ট্রে আজ অপরিসীম গুরুত্ব পাচ্ছে। গণমাধ্যমের বৈশিষ্ট্য অনেক ক্ষেত্রেই সমষ্টির চরিত্র নির্ধারণে মাপকাঠি হয়ে পড়ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও