চীনা নববর্ষ–২০২২ কেন ‘বাঘ বর্ষ’

প্রথম আলো চীন প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০৪

চীন, পূর্ব এশিয়াসহ বিশ্বজুড়ে আজ মঙ্গলবার থেকে চীনা লুনার নববর্ষ-২০২২ উদ্‌যাপন শুরু হয়েছে। আত্মীয়স্বজন মিলে ভোজে অংশ নেওয়া, কুচকাওয়াজ দেখা এবং নতুন বছরে সমৃদ্ধির জন্য প্রার্থনার মধ্য দিয়ে উদ্‌যাপন চলছে। দুই সপ্তাহ ধরে উৎসব চলবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, করোনা পরিস্থিতির কারণে এ বছরও লাখো চীনা নাগরিক দেশে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন। তবে এরপরও দেশটিতে অনেক মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। চীনের পাশাপাশি বিশ্বের আরও অনেক দেশেই উদ্‌যাপিত হচ্ছে লুনার নববর্ষ।


এ উৎসবে কী হয়ে থাকে?
শীতকালীন অয়নের (২১ ডিসেম্বর) পর দ্বিতীয় নতুন চাঁদ ওঠার সঙ্গে লুনার নববর্ষ উদ্‌যাপন শুরু হয়। গত ২১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত যেকোনো একটি তারিখে এ নববর্ষ হতে পারে। লুনার নববর্ষের এ উৎসব বসন্তকালীন উৎসব নামেও পরিচিত। পারিবারিক ভোজ, ড্রাগনের মূর্তি নিয়ে শোভাযাত্রা এবং আতশবাজির ঝলকানি থাকে এ উৎসবে। মূল উদ্‌যাপন হয় বর্ষ বিদায় ও বর্ষ বরণের দিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও