ইভিএমেই ৭০ ভাগের বেশি ভোট ৯৪ ইউপিতে
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বেশি হারে ভোট পড়ার নতুন রেকর্ড সৃষ্টি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ষষ্ঠ ধাপের ২০৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৯৪টিতেই ৭০ শতাংশের বেশি হারে ভোট পড়েছে। এর মধ্যে ২৫টিতে ৮০ থেকে ৮৮ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে।
৭৬ থেকে ৭৯ শতাংশ ভোট পড়েছে আরও ২৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে। আর ৭১ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে ৪৪টিতে। সার্বিকভাবে ৯৪টি ইউনিয়ন পরিষদে ইভিএমেই ৭০ ভাগের বেশি ভোট পড়েছে। বাকি ১১৪টি ইউনিয়ন পরিষদে ৫৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে। কোনো ইউনিয়ন পরিষদেই ৫০ ভাগের কম ভোট পড়েনি। ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। তবে ভোট পড়ার এ হারকে স্বাভাবিক বলে মনে করছে নির্বাচন কমিশন।