You have reached your daily news limit

Please log in to continue


তাঁদের স্বজনেরাও বিচারের আশায়

উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন বখতিয়ার আহমেদ। তাঁকে ২০২০ সালের ২৩ জুলাই রাতে ঘর থেকে তুলে নিয়ে যান টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ। পরে টেকনাফের স্থলবন্দর এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ বখতিয়ার নিহত হওয়ার খবর জানায় পুলিশ। বখতিয়ারের ছেলে হেলাল উদ্দিন এখন একই ওয়ার্ডের সদস্য। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর বাবা বিচারবহির্ভূত হত্যার শিকার হলেও ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে মামলা করার সাহস পাননি।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান খুনের মামলায় প্রদীপসহ ১৫ আসামির সাজার রায় হওয়ায় এখন আশাবাদী হেলাল উদ্দিন। বাবার হত্যার বিচারের জন্য মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে গতকাল প্রথম আলোকে জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন