মেশিনগান ছেড়ে ক্যামেরার সামনে, সেনার প্রাক্তন সার্জেন্ট এখন পর্নতারকা!

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫১

পরিবারের প্রায় সকলেই সেনাবাহিনীতে কাজ করেছেন। পারিবারিক দাবি মেনে তিনিও সেনায় যোগ দিয়েছিলেন। এক সময় মেশিনগান চালানোতেও দক্ষ হয়ে ওঠেন। তবে বছর কয়েক পর সে সব ছেড়েছুড়ে অন্য ক্ষেত্রে কামাল করছেন কাইলি গানার। আমেরিকান সেনাবাহিনী এই প্রাক্তন সার্জেন্ট এখন পর্নতারকা!



মেশিনগান চালানোয় দক্ষ কাইলি আজকাল পর্ন ফিল্মে অভিনয় করেই মোটা অঙ্ক কামাচ্ছেন। আমেরিকার সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই সাজগোজ করতে ভালবাসতেন। ভাবতেন, বড় হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন। অভিনয় করবেন টেলিভিশনে অথবা পর্ন ফিল্মে। তবে তাঁর পরিবারে পেশা হিসেবে সেনার কাজ বেছে নেওয়াটাই রেওয়াজ। তাই প্রথমে তিনিও সেই পথে পা বা়ড়িয়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও