![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-02%252Fab18f805-6e28-4f56-b07d-542ddf19dc6d%252FEviation_aliceV2_Render02_Alice_onTheGroundClipped_copy.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
উড়তে যাচ্ছে প্রথম ইলেকট্রিক উড়োজাহাজ
প্রথম আলো
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪১
উড়ানের নতুন এক অভিজ্ঞতা পেতে যাচ্ছে বিশ্ব। যাত্রা শুরু করতে যাচ্ছে ইলেকট্রিক উড়োজাহাজ। সিএনএনের খবরে বলা হয়েছে, এর ইঞ্জিনের পরীক্ষাও সম্পন্ন হয়েছে গত সপ্তাহে।
অ্যালিস নামের এই উড়োজাহাজ তৈরি করেছে ইসরায়েলের প্রতিষ্ঠান এভিয়েশন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলের উত্তরের আর্লিংটন মিউনিসিপ্যাল বিমানবন্দরে ইঞ্জিনের পরীক্ষা সম্পন্ন হয়। এ প্রসঙ্গে এভিয়েশনের প্রধান নির্বাহী ওমর বার-ইওহায় বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি উড়বে।
অ্যালিসের প্রযুক্তি বেশ পরিচিত। ইলেকট্রিক গাড়ি ও মুঠোফোনের ব্যাটারির ক্ষেত্রে যে প্রযুক্তি ব্যবহার করা হয়, সেই প্রযুক্তি এতে ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে, এতে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হচ্ছে অ্যালিসে। তবে এর চার্জিং ব্যবস্থা বেশ শক্তিশালী। ৩০ মিনিটে চার্জ সম্পন্ন হয়।
- ট্যাগ:
- প্রযুক্তি
- উড়োজাহাজ
- বিদ্যুৎচালিত বিমান