সেনাশাসনের এক বছরে কী পেল মিয়ানমার
আজ ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনাশাসকদের ক্ষমতা দখল করার এক বছর পূরণ হচ্ছে। সামরিক বাহিনীর এই ক্ষমতা ছিনিয়ে নেওয়া একটি অধিকতর প্রতিনিধিত্বশীল রাজনৈতিক প্রক্রিয়ার দিকে ধাবমান প্রক্রিয়াকে একেবারে উল্টিয়ে দিয়েছে এবং দেশটিকে গভীর রাজনৈতিক সংকটে ফেলে দিয়েছে।
অভ্যুত্থানটি অনেক পর্যবেক্ষককে অবাক করেছিল, কারণ মিয়ানমারে রাজনীতিক ও সামরিক বাহিনী যৌথভাবে যে রাজনৈতিক কাঠামো দাঁড় করিয়েছিল, তা অনেকটাই সামরিক বাহিনীর পক্ষে ঝুঁকে ছিল। ২০০৮ সালের সংবিধান নিশ্চিত করেছিল, আইনসভায় ২৫ শতাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত থাকবে। এর বাইরে প্রতিরক্ষা ও সীমান্তবিষয়ক গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদগুলো সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত ছিল।