ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে জয়ের হিসাবে স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে গেলেও ষষ্ঠ ধাপের তাদের আবার পেছনে ফেলেছে নৌকার চেয়ারম্যান প্রার্থীরা।
সোমবার অনুষ্ঠিত ষষ্ঠ ধাপের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা ১১৭টি ইউনিয়নে জয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৯৫টিতে। এছাড়া জাতীয় পার্টি ৩টি ও জেপি ১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে জয় পেয়েছে।
ষষ্ঠ ধাপের একীভূত ফলাফলের তথ্য মঙ্গলবার জানিয়েছেন নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান।