You have reached your daily news limit

Please log in to continue


আঠারোর্ধ্ব সবাইকে বাধ্যতামূলক টিকা, আইন কার্যকর করল অস্ট্রিয়া

করোনাভাইরাস প্রতিরোধী টিকা বাধ্যতামূলক করে পাস হওয়া আইনটি অবশেষে কার্যকর করেছে মধ্য-ইউরোপীয় দেশ অস্ট্রিয়া। এই আইনের বলে এখন দেশটির আঠারোর্ধ্ব সব নাগরিককে কোভিড টিকা নিতে হবে। আর যারা টিকা নিতে অস্বীকার করবেন তাদের গুণতে হবে আর্থিক জরিমানা।

ইউরোপে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলার মধ্যে অস্ট্রিয়ায় শুরু হয় টিকাবিরোধী বিক্ষোভ প্রতিবাদ। দেশটির বিভিন্ন শহরের বাসিন্দারা বাধ্যতামূলক টিকা নেওয়ার বিরোধিতা করে বলে আসছে, এতে নাগরিক স্বাধীনতার খর্ব হচ্ছে। নাগরিকদের প্রতিবাদের মধ্যেই ৩ ফেব্রুয়ারি থেকে আইনটি কার্যকর করার ঘোষণা দিল অস্ট্রিয়ার সরকার। রাজধানী ভিয়েনার দক্ষিণাংশের বাসিন্দা লৌ মোজের পেশায় একজন সিরামিক শিল্পী। লৌ এবং তার স্বামী গাস এখন পর্যন্ত করোনার টিকা গ্রহণ করেননি। তারা দুজনেই সরকারের এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। বিবিসিকে লৌ বলেন, ‘ভ্যাকসিন গ্রহণের বিষয়টি একেবারেই ব্যক্তিগত। নিজের শরীরের মধ্যে আমি কি গ্রহণ করব তা আমার নিজস্ব ব্যাপার। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন