মিয়ানমারে একবছরের বিক্ষোভে নিহত ১,৫০০ : জাতিসংঘ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪৯
মিয়ানমারে একবছরের দীর্ঘ অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে দমনপীড়নে অন্তত ১,৫০০ জন নিহত হয়েছে। সেইসঙ্গে সশস্ত্র সংঘাতে আরও কয়েক হাজার মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়।
মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রবিনা শামদাসানি বলেন, এই এক বছরে মিয়ানমারে কাস্টডিতে থাকা ৮,৭৯২ জনসহ বেআইনিভাবে আটক হয়েছে অন্তত ১১,৭৮৭ জন।
জেনেভায় এক জাতিসংঘ ব্রিফিংয়ে মিয়ানমারে বেআইনিভাবে ধরপাকড়ের এই পরিসংখ্যান তুলে ধরেন শামদাসানি। সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলার জন্য মানুষজনকে এভাবে আটক করা হয়েছে বলে জানান তিনি।