![](https://media.priyo.com/img/500x/https://www.tbsnews.net/bangla/sites/default/files/styles/infograph/public/images/2022/02/01/govts-stimulus-package1.png?itok=GaCUUf9S×tamp=1643713329)
প্রণোদনার ২২০ কোটি টাকা ঋণ পেয়েছেন ৮৪% গ্রামীণ উদ্যোক্তা
www.tbsnews.net
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৯
দেশের ৬০টি জেলার ৩ হাজার ১০৬ জন সিএমএসএমই উদ্যোক্তাদের মধ্যে ৩০০ দশমিক ১৯ কোটি টাকা ঋণ বিতরণ সম্পন্ন করেছে এসএমই ফাউন্ডেশন।
দেশে কোভিড মহামারি শুরু হওয়ার পর বগুড়ার উদ্যোক্তা রেবেকা মরিয়মের ব্যবসার বিক্রি কমতে কমতে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায়। তার প্রতিষ্ঠানে কর্মী ছিল ১০০ জন।
কৃষ্ণচূড়া ফ্যাশন হাউসের মালিক রেবেকা। গার্মেন্টস এবং নিটওয়্যার পণ্য উৎপাদন করে তার প্রতিষ্ঠান। ওয়ার্কিং ক্যাপিটালের ঘাটতি মেটাতে এবং মহামারির আঘাত কাটিয়ে ওঠার আশায় ব্যাংক ঋণ পাওয়ার চেষ্টা করেন রেবেকা।
অবশেষে গত বছরের নভেম্বরে তিনি একটি প্রণোদনা প্যাকেজের আওতায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) ফাউন্ডেশনের সহায়তায় আইপিডিসি ফাইন্যান্স থেকে ৪ শতাংশ সুদে ৩ লাখ টাকা ঋণ পান।