অঞ্জু ঘোষ হয়ে আসছেন ঐশী, রিমেক হলো ‘আমার কাঙ্কের কলসী’
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫৮
‘আমার কাঙ্কের কলসী, জলে গেল রে ভাসি/ মাঝিরে তোমার নৌকার ঢেউ লাগিয়ারে’। বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় এক গান। সারা বিশ্বের বাংলা ভাষাভাষি জনগোষ্ঠীর কাছে এ গানের আবেদন আজও ফুরায়নি। জলভরা গান হিসেবে গানটিকে চিহ্নিত করা হয়।
একসময় এই গানটি গ্রামোফোন কোম্পানীতে পরিবেশন করা হতো। এই গানটি কলের গানে শুনেছেন এরকম অনেক সংস্কৃতিসেবী এখনও জীবিত রয়েছেন। সবাই দাবি করেন কোলকাতা গ্রামোফোন কোম্পানীতে সংগীত পরিবেশনকারী বৃহত্তর সিলেটের একমাত্র বাউল শিল্পী বাউল কামাল পাশা (কামাল উদ্দিন) এর কণ্ঠে কামাল ভনিতায় এই গানটি তারা শুনেছেন। এছাড়া পাকিস্তান আমলেও টেপরেকর্ডারে ওই গানটি কামাল ভনিতায় শোনা গেছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে