You have reached your daily news limit

Please log in to continue


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্কটিশ বোলারের বিশ্বরেকর্ড

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে উগান্ডার বিপক্ষে ১৩তম স্থান নির্ধারণী ম্যাচে বল হাতে বিশ্বরেকড গড়েছেন স্কটিশ বোলার জেমি কেয়ার্নস। মাত্র ২৪ রানের ৬টি উইকেট নিয়েছেন এই বোলার। যা যুবাদের বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার। এদিন বল হাতে ৬.৪ ওভার বল করে কেয়ার্নস। ২টি মেডেনসহ ছয়টি উইকেট তুনে নেন মাত্র ২৪ রানের খরচায়।

তাতেই নতুন যুব বিশ্বকাপের রেকর্ড। চলমান অ-১৯ বিশ্বকাপে কোনো ম্যাচে এর আগ পর্যন্ত সেরা বোলিং পারফর্ম্যান্স ছিল পাকিস্তানের ওয়াইস আলির। পাক এই বোলার জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৫৬ রানের বিনিময়ে ৬ উইকেট দখল করেছিলেন। সেটাই পেছনে ফেলেন কেয়ার্নস। কিন্তু জেমি কেয়ার্নসের রেকর্ডগড়া বোলিংয়েও জয় পায়নি তার দল স্কটল্যান্ড। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২২৬ রান করে উগান্ডা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন রোনাল্ড লোটায়া। এছাড়া ৪৯ রান করেন পেসকেল মুরুঙ্গি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন