নারী অধিকার ও বাস্তবতা

www.ajkerpatrika.com অরুণাভ পোদ্দার প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫৩

আমার সামনে ২৩-২৪ বছরের এক তরুণী চোখে-মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ নিয়ে বসে আছেন। সঙ্গে তাঁর মা। জিজ্ঞেস করলাম, ‘আপনার সমস্যা কী?’ তরুণী আরও সংকুচিত হয়ে গেলেন। তাঁর মা এবার বললেন, ‘দিন তিনেক আগে কথা-কাটাকাটিকালে মেয়েজামাই মেয়ের কানে থাপ্পড় মারছে। অহন কানে হুনে না।’ কান পরীক্ষা করে দেখলাম, বাঁ কানের পর্দা ফেটে গেছে। আমি বুঝে গেলাম কী হয়েছে। আমি যখন সব বুঝিয়ে বলছি, তখন তরুণী কান্নায় ভেঙে পড়লেন। মা বলে উঠলেন, ‘স্যার, মাইয়ারে বিয়া দিছিলাম বছর দেড়েক আগে। কিন্তু জামাইটা বালা পড়ছে না, নেশা করে। যৌতুকের জন্য চাপ দেয়।’


জানলাম, মাস কয়েক আগে মেয়ের ভাই বিদেশে গেছেন (মধ্যপ্রাচ্যে)। নিজেরই ঠিকমতো রোজগার নেই। তার পরও বোনের জন্য টাকা পাঠিয়েছেন, কিন্তু বোনজামাই সেই টাকা নেশায় উড়িয়ে দিয়েছেন। এখন তাঁর আরও টাকা চাই। জিজ্ঞেস করলাম, ‘জামাই কী করে?’ ‘রাজমিস্ত্রির জোগালি, তা-ও প্রতিদিন কাজে যায় না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও