কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কেমন হবে কনের সঙ্গীদের সাজ?

বিয়ের অনুষ্ঠানে কনের চেয়েও সাজ-পোশাক নিয়ে যাঁদের আগ্রহ-উদ্দীপনা বেশি তাঁরা হলেন কনের বোন, বান্ধবী। বিয়ের মাসখানেক আগে থেকেই কী পরবেন, কেমন সাজবেন, ট্রেন্ড কী—এসব নিয়ে চলে ভাবনা আলোচনা। ‘গেট ধরা’, শরবত-মিষ্টি পরিবেশন, ফুলের পাপড়ি ছিটিয়ে অভিবাদন, বিয়ের মঞ্চে আয়নায় মুখ দেখা—সবখানে পাওয়া যায় কনের সঙ্গীদের। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে কনের সঙ্গীদের সাজ-পোশাকের চলতি ধারা জানাচ্ছেন জিনাত জোয়ার্দার রিপা। 

চলতি ধারা ‘পোশাক-আশাকে যাঁর যেমন পছন্দ তাই তো পরেন। তবে বিয়ের ক্ষেত্রে কনের সঙ্গে মিলিয়ে বিয়ে অনুষ্ঠানের নানা পর্বে সাজেন কনের বোন ও বান্ধবীরা। অনেক সময় দেখা যায়, কনের বোনের চেয়েও বান্ধবীদের উদ্দীপনা বেশি থাকে। এই সময়ে লেহেঙ্গা, শারারা বেশ চলছে বিয়ে বা বউভাত অনুষ্ঠানে। কনে যদি লেহেঙ্গা পরেন তাহলে সেই রঙে বা তার অন্য কোনো শেডে বোনেরা বা বান্ধবীরাও তেমন লেহেঙ্গা বা শারারা পরছেন। এখন তো উজ্জ্বল রঙের জয়জয়কার। নীল, আকাশি, সোনালি, লাল, ম্যাজেন্টা, গোলাপি, হলুদ—সব রংই বেশ চলছে। কাজের ক্ষেত্রে জারদৌসি, মিহি বুনন, চুমকির ভরাট কাজ লেহেঙ্গা বা শারারায় বেশি মানায়। এতে কনে সঙ্গীর সাজও অন্যের চেয়ে আলাদা হয়। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন