আগামী ৫ বছরে ভারতে ৬০ লাখ নতুন কর্মসংস্থানের ঘোষণা
সাম্প্রতিক সময়ে ভারতে এক বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে বেকারত্ব। ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত দেশটিতে বেকারের সংখ্যা অন্তত ৫ কোটি ৩০ লাখ। এদের একটি বড় অংশই নারী, যাদের অনেকে কাজ করার ইচ্ছা থাকলেও কোনো কারণে চাকরি খুঁজছেন না। বেকারদের মধ্যে সাড়ে তিন কোটি মানুষ চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করছেন।
এই বিশাল বেকারত্বের বোঝা মাথা থেকে নামানোটাই এখন কেন্দ্রীয় সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। ২০২২-২৩ অর্থবছরের বাজেটেও বেকারত্বকে গুরুত্ব দেওয়া হয়েছে। দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হলে শুধু শিল্পে নয়, কর্মসংস্থানেও সমান গুরুত্ব দিতে হবে। বাজেট পেশের আগেই এ বিষয়টি নিয়ে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।