![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2020%2F03%2F29%2Fd224ae85ad88ec5b42933bb3098e4183-5e80bf12852d8.jpg%3Fjadewits_media_id%3D661813)
নতুন আমদানি নীতি আদেশে যেসব সুবিধা থাকছে
চূড়ান্ত হয়েছে আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪। পরের তিন বছরের জন্য প্রণীতব্য আদেশটিতে দেশের আমদানি বাণিজ্য কোন মানদণ্ডে চলবে সেটার রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।
নীতি-আদেশটি পরবর্তী মন্ত্রিপরিষদের সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করবে বাণিজ্য মন্ত্রণালয়। অনুমোদনের পর গেজেট জারির মাধ্যমে তা কার্যকর হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র এসব তথ্য জানিয়েছে।
জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় আমদানি নীতি আদেশটির নাম প্রস্তাব করেছে ‘আমদানি নীতি আদেশ ২০২১-২৪।’ অংশীজনদের মতামতকে গুরুত্ব দিয়ে প্রণীতব্য আমদানি নীতি আদেশে বিদেশ থেকে পুরনো কাপড় আমদানির পথ কিছুটা কমিয়ে আনার প্রস্তাব করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা রক্ষায় এটি করা হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ৩ মাস আগে
১ বছর, ৪ মাস আগে