![](https://media.priyo.com/img/500x/https://www.tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/02/01/book_fair-unb.jpeg?itok=ktwOJZly×tamp=1643686224)
১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা
www.tbsnews.net
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২২, ১০:২০
দেশে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় কয়েকটি শর্তসাপেক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে।
রোববার বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান স্বাক্ষরিত এক চিঠিতে নতুন তারিখের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার কিছু শর্তসাপেক্ষে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত 'অমর একুশে বইমেলা ২০২২' আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য বইমেলার সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মীকে ভ্যাকসিন গ্রহণসহ বয়স্কদের প্রয়োজনমতো বুস্টার ডোজ গ্রহণের অনুরোধ জানিয়েছে।