১৩৮ কোটি টাকার রপ্তানি আদেশ

কালের কণ্ঠ পূর্বাচল প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৭

ব্যবসায়ীদের হতাশার মধ্য দিয়ে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসর। কারণ ওমিক্রনের প্রভাবে ও সরকারি বিধি-নিষেধে ক্রেতা সমাগম বেশি না হওয়ায় মেলায় পণ্য বিক্রি আশানুরূপ হয়নি ব্যবসায়ীদের। এ অবস্থার মধ্যেই গতকাল সোমবার পর্দা নামল এবারের বাণিজ্য মেলার।


সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, বাণিজ্য মেলায় ১৬ মিলিয়ন ডলার বা ১৩৮ কোটি টাকার রপ্তানি আদেশ এসেছে।


প্রায় ৪০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। একই সঙ্গে এক মাসে এ মেলায় পণ্য বিক্রি থেকে ভ্যাট আদায় করা হয়েছে দেড় কোটি টাকা। গতকাল রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান উপস্থিত ছিলেন।


এবার প্রথম রাজধানীর পূর্বাচল বিবিসিএফইসিতে শুরু হয় মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, অনেক প্রতিকূলতা সত্ত্বেও নতুন ভেন্যুতে এবারের বাণিজ্য মেলা খুবই সফল হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও