কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বেসরকারি ঋণে দুরন্ত গ‌তি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৪

করোনার প্রভাব কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশের বেসরকারি খাত। বাড়ছে আমদানি-রপ্তানি। চাঙা হচ্ছে অর্থনী‌তি। করোনাকালীন সময়ের আগের অবস্থায় ফিরে আসতে শুরু করেছে সবকিছু। ফলে গতি ফিরছে বেসরকারি খাতের ঋণ প্রবাহে।


কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, ২০২১ সালের ডিসেম্বর মাসে বেসরকারি খাতের ঋণপ্রবাহের প্রবৃদ্ধি নভেম্বরের চেয়ে দশমিক ৫৭ শতাংশ পয়েন্ট বেড়ে ১০ দশমিক ৬৮ শতাংশে উঠেছে। যা নভেম্বরে ছিল ১০ দশমিক ১১ শতাংশ। এছাড়া অক্টোবরে বেসরকারি খাতের ঋণপ্রবাহের প্রবৃদ্ধি হয়েছিল ৯ দশমিক ৪৪ শতাংশ। সেপ্টেম্বরে হয়েছিল ৮ দশমিক ৭৭ শতাংশ।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ডিসেম্বর শেষে বেসরকারি খাতে ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের স্থি‌তির পরিমাণ দাঁড়ায় ১২ লাখ ৬৩ হাজার ২৪৭ কোটি ৪০ লাখ টাকা। ২০২০ সালের ডিসেম্বরে বেসরকারি খাতের ঋণ ছিল ১১ লাখ ৮৮ হাজার ৮৫৫ কোটি ৩০ লাখ টাকা। অর্থাৎ ২০২০ সালের ডিসেম্বরের চেয়ে ২০২১ সালের ডিসেম্বরে বেসরকারি খাতের উদ্যোক্তারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এক লাখ ২১ হাজার ৯৪৪ কোটি টাকা বা ১০ দশমিক ৬৮ শতাংশ বেশি ঋণ পেয়েছেন। ২০২০ সালের ডিসেম্বরে ঋণ প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ৩৭ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও