জানুয়ারিতে নির্বাচনী সহিংসতায় নিহত ২৯ আহত ৫০০
ডেইলি স্টার
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৪
চলতি বছরের জানুয়ারিতে নির্বাচনী সহিংসতার ব্যাপকতা ভয়াবহ ছিল বলে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) জানিয়েছে। এ সময় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় অন্তত ২৯ জন নিহত ও ৫০০ জনেরও বেশি আহত হয়েছে বলে সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে।
জানুয়ারিতে পঞ্চম ও ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনকে ঘিরে অন্তত ১০৯টি সহিংসতার ঘটনা ঘটেছে বলে সোমবার প্রকাশিত এ প্রতিবেদনে জানানো হয়।
মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দেশের জাতীয় দৈনিকগুলোর প্রতিবেদন বিশ্লেষন করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
এতে বলা হয়, ২০২২ সালের জানুয়ারিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনায় করে দেখা গেছে যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অনেকটাই কমেছে। এছাড়া, ধর্ষণসহ নারী ও শিশুদের উপর সহিংসতার ঘটনা কিছুটা কমলেও উদ্বেগজনক ছিল।