You have reached your daily news limit

Please log in to continue


মিয়ানমারে অভ্যুত্থানের একবছর: নজরদারির বাড়বাড়ন্তে জনজীবন দুর্বিষহ

২০২১ ‍সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। যার বিরুদ্ধে দীর্ঘদিন টানা বিক্ষোভ চলে। দেশটির তরুণরা এখনও সেনাশাসনের বিরুদ্ধে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।সেনাবাহিনীর নজর এড়িয়ে মিয়ানমারের তরুণরা ইন্টারনেট ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করে এবং বিক্ষোভের আয়োজন করে।

সেনাশাসকরা বিক্ষোভ বন্ধে এবার ইন্টারনেটের উপর কঠোর নজরদারি শুরু করেছে।সম্প্রতি মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াংগনে একটি সেনাপোস্টে একদল তরুণকে আটক করে তাদের মোবাইল নিয়ে নেওয়া হয়। মোবাইলে থাকা সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা অ্যাপ নিয়ে জিজ্ঞাসাবাদের পর ভিপিএন ব্যবহার করার কারণে এক তরুণকে জরিমানাও করা হয়।ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহারকারীরা নিজেদের অবস্থান গোপন করে ইন্টারনেটের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন