কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনাকালের বাণিজ্য মেলায় কমেছে রপ্তানি আদেশ

নিউজ বাংলা ২৪ পূর্বাচল প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২, ২০:২৮

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় এবার ১ কোটি ৬০ লাখ ডলার মূল্যের রপ্তানি আদেশ পাওয়া গেছে। দেশীয় মুদ্রায় তা দাঁড়ায় ১৩৭ কোটি টাকা। এছাড়া মাসব্যাপী এই আয়োজনে পণ্য বিক্রি হয়েছে প্রায় ৪০ কোটি টাকার।


করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে ২০২১ সালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন হয়নি। তার আগের বছর ২০২০ সালে আয়োজিত মেলায় রপ্তানি আদেশ পাওয়া গিয়েছিল ২শ’ কোটি টাকার। সে হিসেবে এবার রপ্তানি আদেশ ৬৩ কোটি টাকা কম হয়েছে।


সোমবার মেলার সমাপনী অনুষ্ঠানে মেলা আয়োজক কর্তৃপক্ষ রপ্তানি উন্নয়ন ব্যুরো এ তথ্য জানিয়েছে।


অনুষ্ঠানে মেলায় বিশেষ অবদান রাখার জন্য ১২ ক্যাটাগরিতে ৪২ জন্য অংশগ্রহণকারী, বিভিন্ন দপ্তরের ১০ জন কর্মকর্তা ও ২৭ সংস্থাকে পদক দেয়া হয়েছে।


স্থায়ী ভেন্যু হিসেবে রাজধানীর পূর্বাচলে এবারই প্রথমবারের মতো আয়োজন করা হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২। ২৬তম এই আয়োজনের শেষ দিন ছিল সোমবার। এ উপলক্ষে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও