শিক্ষক পদে ‘চতুর্থ গণনিয়োগ বিজ্ঞপ্তি’ আসছে

নিউজ বাংলা ২৪ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২, ১৯:১৯

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বড় সংখ্যায় শিক্ষক নিয়োগের জন্য আবারও বিজ্ঞপ্তি আসছে। আসন্ন বিজ্ঞপ্তিটি ‘চতুর্থ গণনিয়োগ বিজ্ঞপ্তি’ নামে পরিচিত হবে।


সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান। অনুষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের হাতে নিয়োগপত্র তুলে দেয়া হয়।


এনামুল কাদের খান বলেন, “আশা করছি মার্চের শেষে ‘চতুর্থ গণনিয়োগ বিজ্ঞপ্তি’ প্রকাশ করতে পারব। এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ হাজার শূন্য পদ পূরণে ফেব্রুয়ারির শুরুতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। একইসঙ্গে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাওয়া কেউ যোগদান না করলে দ্বিতীয় মেধা তালিকা করে নিয়োগের সুপারিশ করা হবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও