![](https://media.priyo.com/img/500x/https://dhakaprokash24.com/media/content/images/2022January/bnp-rafiqul-20220131184246.jpg)
মির্জা আযমকে ক্ষমা চাইতে বললেন চিকিৎসক রফিকুল
বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয় কোনাে চিকিৎসক দ্বারা পরিচালিত হচ্ছে না মন্তব্য করে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্যখাতের যে দুর্নীতি হয় তার সঙ্গে বর্তমান মিডনাইট সরকারের আশীর্বাদপুষ্ট নেতা, এমপি, মন্ত্রী, আমলা ও ঠিকাদাররা জড়িত, চিকিৎসকরা নয়।
চিকিৎসকদের হেয় করে আওয়ামী লীগের সংসদ সদস্য মির্জা আযমের দেওয়া বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির এই চিকিৎসক নেতা।
সোমবার (৩১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি তিনি এ কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়-গত ১৯ জানুয়ারি জামালপুর জেলা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সঙ্গে এক আলোচনায় সভায় জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আযমের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তিনি বাংলাদেশের চিকিৎসক এবং প্রকৌশলীদের চোর হিসেবে আখ্যায়িত করেছেন-যা অত্যন্ত কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর বলে প্রতীয়মান হয়।