![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2022/01/31/gayel-out-khaled-ullash-310122.jpg/ALTERNATES/w640/gayel-out-khaled-ullash-310122.jpg)
সেঞ্চুরির কথা বলে ৪ রানে বোল্ড গেইল
“একটা সেঞ্চুরি পাওনা আছে। আশা করি আজ…” ম্যাচ শুরুর একটু আগে চওড়া হাসিতে বললেন ক্রিস গেইল। কিন্তু ম্যাচ শুরুর একটু পর তার হাসি গেল হারিয়ে। আশা পূরণ হলো না মোটেও। শতরান তো বহুদূর, আউট হয়ে গেলেন তিনি স্রেফ ৪ রান করেই।
বিপিএলে সোমবার চট্টগ্রামে ফরচুন বরিশালের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে ৯ বলে ৪ করে আউট হন গেইল। সৈয়দ খালেদ আহমেদের লেংথ বল জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টায় তিনি কাভার করতে পারেননি লাইন। ব্যাটের পাশ দিয়ে বল ছোবল দেয় স্টাম্পে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ৪ সপ্তাহ আগে
১২ মাস আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে