খোঁজ মিলেছে এলিয়েনদের বাসস্থানের

যুগান্তর প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২, ১৮:৩৪

মহাজাগতিক বয়াপার-স্যাপার নিয়ে কৌতূহলের অন্ত নেই, জানার চেষ্টারও শেষ নেই মানুষের।


প্রাচীনকাল থেকেই মানুষ জানতে চায় এ মহাবিশ্বে বুদ্ধিমান প্রাণী আছে কি নেই? এবার সেই গবেষণায় নতুন তথ্য মিলল। নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (টিইএসএস) ব্যবহার করে বৈজ্ঞানিকরা মহাকাশে রহস্যময় অবজেক্ট খুঁজে পেয়েছেন।


এলিয়েনের পৃথিবী বা গ্রহের যে খোঁজ মিলেছে, তা রয়েছে আমাদের সৌরমণ্ডল অথবা আকাশগঙ্গার বাইরে। ৫ হাজার এলিয়েনের পৃথিবীকে খুঁজে পাওয়া গিয়েছে বলে বলা হচ্ছে, তবে আপাতত তাদের নাম দেওয়া হয়েছে টিওআই (TOI) বা ‘টেস্ট অবজেক্টস অফ ইনটারেস্ট’। এগুলো থেকে কোনো না কোনোভাবে সিগন্যাল পাওয়া যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও