বাণিজ্য মেলায় ৪০ কোটি টাকার পণ্য বিক্রি
নানা শঙ্কা কাটিয়ে শেষ হয়েছে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারের মেলায় আনুমানিক ৪০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান।
সোমবার (৩১ জানুয়ারি) পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না এক্সিবিশন সেন্টারের অডিটরিয়ামে মেলার সমাপনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
এএইচএম আহসান জানান, বাণিজ্য মেলায় ১৬ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানির অর্ডার পাওয়া গেছে। পণ্য বিক্রি হয়েছে ৪০ কোটি টাকার এবং মোট ভ্যাট আদায় হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা।