যে কারণে আরব বিশ্বে ভাইরাল হলেন ইসরায়েলি কমেডিয়ান
www.tbsnews.net
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২, ১৭:৪৪
চলতি মাসে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল মাকানে একটি কমেডি শো’র জন্য রাজি নাজ্জার গানটি লিখেছিলেন। এরপরেই আঞ্চলিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা এবং আরব নিউজে প্রচারের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে গানটি।
আরব বিশ্বে ইসরায়েলি গান ভাইরাল হওয়া এক বিরল ঘটনা। তবে সেই বিরল ঘটনাকে সম্প্রতি বাস্তবে রূপ দিয়েছে ইসরায়েলি কমেডিয়ান (কৌতুক অভিনেতা) নোয়াম শাস্টার-এলিয়াসির গাওয়া ব্যঙ্গাত্মক গান 'দুবাই, দুবাই'।
ফিলিস্তিনের দুর্দশা উপেক্ষা করে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরাইল সম্প্রতি নিজেদের স্বার্থ রক্ষায় যেভাবে সম্পর্ক স্বভাবিক করেছে, মূলত সে বিষয়টিকেই কটাক্ষ করে গান গেয়েছেন শাস্টার-এলিয়াসি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ভাইরাল
- কমেডিয়ান