করোনাকালে পার্টি, পদত্যাগ করলেন হংকং স্বরাষ্ট্রমন্ত্রী
হংকংয়ে করোনার প্রকোপ ঠেকাতে সরকার দেশজুড়ে কড়া বিধিনিষেধ জারির ঘোষণা করেও নিজেই নিষেধাজ্ঞা মানার অভিযোগে পদত্যাগ করলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাসপার সুই।
আজ সোমবার সুই এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘আমি আমার সাম্প্রতিক ব্যবহারের জন্য খুব দুঃখিত। যেখানে আমি মহামারী বিরোধী লড়াইয়ে নেতৃত্বদানকারী প্রধান কর্মকর্তা সেখানে আমি সাম্প্রতিক এই বিপর্যয়ের সময়ে সেরা উদাহরণ স্থাপন করতে পারিনি।’
তিনি আরও জানান, ‘আমি ইতিমধ্যেই আমার প্রধান নির্বাহী কার্যকারীর কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি এবং আমি আজই আমার সমস্ত পদ ও যাবতীয় দায়দায়িত্ব থেকে পদত্যাগ করতে চাই।