ইসরায়েলি প্রেসিডেন্টের সফররত অবস্থাতেই আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা
বার্তা২৪
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২, ১৫:১২
সোমবার (৩১ জানুয়ারি) আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে যে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করেছে এবং ধ্বংস করেছে।
প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে সফররত আছেন ইসরায়েলি প্রেসিডেন্ট ইসাক হেরজগ। এর মধ্যেই ইয়েমেন থেকে আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ওই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানানো হয়। খবর আল জাজিরার।