![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flaw-courts%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Frana-plaza-20220131144529.jpg)
৫ বছর পর রানা প্লাজা হত্যা মামলার সাক্ষ্য শুরু
সাভারের রানা প্লাজা ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় দায়ের করা হত্যা মামলার অভিযোগ গঠনের সাড়ে পাঁচ বছর পর ভবন মালিক সোহেল রানাসহ ৪১ জনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (৩১ জানুয়ারি) ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভুইয়ার আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী সাভার থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ।