৮ হাজার মাইল সাইকেলে চেপে এভারেস্ট বেজক্যাম্পে, অক্সিজেন ছাড়া এভারেস্ট জয়

www.tbsnews.net প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২, ১৩:৩৮

অনেক সময় অসাধারণ কিছু গল্প চোখে পড়ে, মনে হয় এই গল্প নিয়ে হতে পারতো বিলিয়ন ডলারের কোনো চলচ্চিত্র। গোরান ক্রপের মাউন্ট এভারেস্ট গল্প এরকমই এক কাহিনী। 


সুইডিশ অভিযাত্রী লারস ওল্ড অলোফ গোরান ক্রপ বাইসাইকেলে চেপে সুইডেন থেকে মাউন্ট এভারেস্টের পাদদেশে যান, কোনো সাহায্য ছাড়াই আরোহণ করেন বিশ্বের সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গ। তারপর আবার ওই বাইসাইকেলে চেপেই নিজ দেশে ফিরে যান। এ ধরনের অর্জন শুনতে অবিশ্বাস্য শোনায় তো বটেই, সাধারণ মানুষের কল্পনারও বাইরে, চিন্তা করে বোঝাও মুশকিল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও