কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভ্যাকসিন নিতে সুবর্ণ নাগরিক কার্ড অকার্যকর?

www.ajkerpatrika.com স্বপ্না রেজা প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২, ১১:০০

অভিভাবকেরা উৎকণ্ঠিত। দিশাহীন। কোথায় যাবেন, কীভাবে সহজ উপায়ে তাঁদের বিশেষ শিশুরা করোনা ভ্যাকসিন পাবে। অভিভাবকদের কেউ কেউ ইতিমধ্যে আক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় তাঁরা তাঁদের সেই উৎকণ্ঠার কথা বলেছেন, বলছেন।


সুস্থতা ও সুস্থ হয়ে বেঁচে থাকার তীব্র বাসনা প্রতিটি মানুষের। রাষ্ট্র তার নাগরিকদের সেই বাসনা পূরণে সক্রিয় থাকে। সক্রিয় থাকতে হয়। জাতিকে সুরক্ষিত করতে একটি রাষ্ট্রে নানান উদ্যোগ থাকে। থাকে পরিকল্পনা এবং তার বাস্তবায়ন ও সমন্বয়। বাংলাদেশ উদ্যোগ, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে পিছিয়ে নেই। তবে সমন্বয়হীনতা আছে। এই সমন্বয়হীনতা লক্ষ্য  পূরণে অন্তরায়; বিশেষ করে অতিমারি করোনার আঘাত থেকে জাতিকে সুরক্ষিত করার লক্ষ্যে বিবিধ পদক্ষেপ নেওয়া হয়েছে, হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন, বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও